অফিসের নামঃ
(বাংলা) : জেলা ত্রাণ ও পুনবার্সন অফিস, চুয়াডাঙ্গা ।
(ইংরেজী): District Relief and Rehavitaion Office, Chuadanga
সংক্ষিপ্ত : DRRO
টিকাঃ
সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচীর আওতায় অসহায় দরিদ্র জনগোষ্টীর জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয় যেমন: সরাসরি ত্রাণের মাধ্যমে সেবা দেওয়া হয়। (ভিজিএফ, জি আর চাউল, জি আর ক্যাশ, ঢেউটিন, কম্বল, দুম্বার মাংস, খেজুর, শুকনা খাবার ইত্যাদি) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) অতিদারিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু কালভার্ট নির্মাণ গ্রামীণ রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড প্রকল্প গ্রহণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস